Bangladesh

Khulna: Bomb blast in Awami League office, ISIS claims responsibility

Khulna: Bomb blast in Awami League office, ISIS claims responsibility

Bangladesh Live News | @banglalivenews | 02 Oct 2019, 07:57 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, অক্টোবর ২ : খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি আওয়ামী লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে সন্ত্রাস দমনবিষয়ক পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) একটি টিম।

এদিকে ঘটনার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ঢাকার বাইরে এটাই তাদের প্রথম আক্রমণ বলেও উল্লেখ করেছে সংগঠনটি।


অন্যদিকে এ ঘটনার প্রায় ২০ ঘণ্টা অতিবাহিত হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে বোমা বহনকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।


খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় বোমা বিস্ফোরণের পর থেকেই পুলিশ পুরো এলাকা নজরদারিতে রেখেছে। আমরা সাধ্যমতো চেষ্টা করে চলেছি বোমা বিস্ফারণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য। তবে এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

 

তিনি বলেন, রাতেই কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম খুলনার উদ্দেশে রওনা হয়। মঙ্গলবার ভোরে তারা খুলনায় পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছেন।


এদিকে শিরোমণি আওয়ামী লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বিশ্বব্যাপী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রম প্রচারকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স সোমবার রাতে এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।


এতে বলা হয়, ‘দেশের তৃতীয় বৃহত্তম শহর খুলনায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে আইএস, যা চলতি বছরে আইএসের ষষ্ঠ হামলা এবং ঢাকার বাইরে প্রথম আক্রমণ।’